শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বরিশালে ইলিশ ধরা নিয়ে পুলিশের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের হিজলা সংলগ্ন মেঘনা নদীতে জেলেরা নৌপুলিশের ওপর হামলা চালিয়ে আটক দুই জেলেকে ছিনিয়ে নিয়েছে। এই জেলেরা নিষেধাজ্ঞা ভঙ্গ করে নদীতে মাছ ধরছিল। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। জেলেদের হামলায় আহত নৌপুলিশ মনিরুল জানান, গভীর রাতে মেঘনা নদীর অন্তরবাম এলাকায় ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করছিল জেলেরা। এ সময় ধাওয়া করে তাদের মধ্যে দুজনকে পুলিশ আটক করে। খবর পেয়ে ৪০ থেকে ৫০ জনের একদল জেলে আকস্মিক পুলিশের ওপর হামলা চালিয়ে আটক দুজনকে ছাড়িয়ে নেয়। হিজলা নৌ-থানার ওসি বেল্লাল হোসেন জানান, ওই রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার নেতৃত্বে নদীতে অভিযান চলছিল। রাত ১০টার দিকে নৌ-পুলিশের দলকে অভিযান অব্যাত রাখতে বলে তারা চলে যান।

নৌ-পুলিশ সদস্যরা মাছ শিকাররত দুই জেলেকে আটক করলে তাদের অপর সঙ্গীরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের দুই সদস্য আহত হন। এ ঘটনায় হিজলা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর