শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

‘কর্ণফুলী বাঁচানো ১৮ কোটি মানুষের নৈতিক দায়িত্ব’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘কর্ণফুলী বাঁচানো ১৮ কোটি মানুষের নৈতিক দায়িত্ব’

কর্ণফুলী নদী দখলমুক্ত করার দাবিতে গতকাল চট্টগ্রামে সাম্পান র‌্যালির উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন -বাংলাদেশ প্রতিদিন

কর্ণফুলী বাঁচানো শুধু চট্টগ্রামবাসীর নয়, ১৮ কোটি মানুষের নৈতিক দায়িত্ব। কারণ কর্ণফুলী না বাঁচলে চট্টগ্রাম বন্দর বাঁচবে না। বন্দর না বাঁচলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে। গতকাল সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কর্ণফুলী নদীকে দখল ও দূষণমুক্ত করার প্রত্যয়ে জনসংহতি, সম্পৃক্তকরণ ও কর্ণফুলী রক্ষায় আয়োজিত সাম্পান র‌্যালিপূর্ব সমাবেশে বক্তরা এসব কথা বলেন বক্তারা। মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় এবং যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত সাম্পান র‌্যালিপূর্ব সমাবেশে বক্তব্য দেন শফর আলী, মশিউর রহমান চৌধুরী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর