শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

চাঁদাবাজির প্রতিবাদে ভিক্টর পরিবহন চলাচল পাঁচ ঘণ্টা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজির প্রতিবাদে রাজধানীর সদরঘাট থেকে কামারপাড়া রুটে চলাচলকারী ভিক্টর পরিবহনের ১৩০টি বাস চলাচল বন্ধ রাখে মালিকপক্ষ। গতকাল সকাল থেকে ‘ভিক্টর ক্লাসিক বাস মালিক সমিতি’ তাদের পরিবহন পাঁচ ঘণ্টা বন্ধ রাখে।  ভিক্টর ক্লাসিক পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, পরিবহন থেকে বহিষ্কৃত নেতা মোয়াজ্জেম, মানিক, ফয়সাল ও মিজান স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের কিছু নেতাকে নিয়ে সকাল থেকে বাসপ্রতি দৈনিক ২০০ টাকা করে চাঁদা দাবি করেন। তারা জোর করে বিভিন্ন পরিবহন থেকেও চাঁদা আদায় করতেন। বিশেষ করে সদরঘাটের ভিক্টোরিয়া পার্ক এলাকায় গেলেই তারা চাঁদা দাবি করতেন। তার প্রতিবাদে মালিক ও শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দেন। বিষয়টি সব দিকে জানাজানি হলে প্রায় ৫ ঘণ্টা পর গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়।

 এ বিষয়ে জানতে অবিযুক্ত মানিককে ফোন করা হলে তার স্ত্রী ফোন ধরেন। পরে কল ব্যাক করবেন বলে জানিয়ে ফোন রেখে দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর