শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

স্বেচ্ছাসেবক দলের সভায় দুই পক্ষে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মতবিনিময় সভায় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের পক্ষে স্লোগান দেওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গতকাল সকালে নগরীর সদর রোডের বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল বরিশাল বিভাগের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আজহারুল ইসলাম মুকুল কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।  সকালে সভা শুরুর আগেই মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম সমীর ও সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামানের নেতৃত্বে তাদের অনুসারীরা বিএনপি কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ারের নামে স্লোগান দিতে থাকে। এতে সভার কার্যক্রম বিঘিœত হচ্ছিল।

 তারা মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধেও স্লোগান দেয়।

একপর্যায়ে সভার সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহসভাপতি ও বরিশাল বিভাগের দায়িত্বরত নেতা মো. ফরিদ উদ্দিন সভাস্থল থেকে উঠে গিয়ে স্লোগানকারীদের কাছে জানতে চান তারা কারও পক্ষ হয়ে সভা ভ ুল করতে চান কিনা। এনিয়ে সেখানে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। একপর্যায়ে স্লোগানকারীরা প্রধান ফটক ছেড়ে রাস্তার ওপর অবস্থান নিলে পুনরায় স্বেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মো. ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন টিম লিডার ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আজহারুল হক মুকুল। এছাড়া সভায় যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, সহসাধারণ সম্পাদক সরদার মো. নুরুজ্জামান, সহসাধারণ সম্পাদক ফজলুল কবীর জুয়েল, সহসাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান পিন্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর