শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ঢাকায় সন্দেহভাজন সাত জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এর মধ্যে ৬ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির এবং একজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।  বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে অ্যান্টি টেররিজম ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার হিজবুত তাহরির সদস্যরা হলেন- সোহেল, নূর মোহাম্মদ ওরফে অরুণ ওরফে নূর, ইব্রাহিম খলিল উল্লাহ, অর্ণব হাসান, সাইফুর রহমান ওরফে বাবর এবং নূর মোহাম্মদ শাকিল। আর সোহেল রানা ওরফে সাইদুল ইসলাম সোহেল ওরফে সোহেল আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। রাজধানীর নর্দ্দা ও ভাটারা এলাকায় হিজবুত তাহরির অনলাইন সম্মেলনের প্রচারপত্র বিলি করার সময় তাদের গ্রেফতার করা হয়।

 তাদের কাছ থেকে মোবাইল ফোন ছাড়াও প্রচারপত্র জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর