শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসিতে চতুর্থ প্রজন্মের কীটনাশক

নিজস্ব প্রতিবেদক

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসিতে চতুর্থ প্রজন্মের কীটনাশক

আসন্ন শীতে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে চতুর্থ প্রজন্মের কীটনাশক ব্যবহার শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ ইংল্যান্ডের তৈরি ‘নোভালিওরন’ নামের কীটনাশক ব্যবহার শুরু হবে। এ কীটনাশকটি একবার ছড়ানো হলে ৯০ দিন কার্যকর থাকে বলে জানা গেছে। ডিএনসিসি-সূত্রে জানা যায়, জলাধার, ডোবা বা বদ্ধ পানিতে একবার এ লার্ভিসাইড ছিটানোর পর কমপক্ষে দুই মাস মশার লার্ভা জন্ম নেয়নি। এটা প্রাথমিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদের তত্ত্বাবধানে ও উত্তর সিটির নিজস্ব ব্যবস্থাপনায় পৃথকভাবে তিন মাসব্যাপী সফল পরীক্ষা চালানো শেষে এ কীটনাশকটি আজ থেকে মাঠপর্যায়ে ব্যবহার করা হবে। নতুন ওষুধ হবে শুধু মশার জন্য বিষ। মানুষসহ অন্য কোনো প্রাণী এ বিষক্রিয়ায় আক্রান্ত হবে না। ফলে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি নিশ্চিত হবে পরিবেশ রক্ষা। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোস্তফা সারওয়ার বলেন, মশা নিধনে চতুর্থ প্রজন্মের স্বাস্থ্যসম্মত শক্তিশালী ‘নোভালিওরন’ নামের কীটনাশকের ব্যবহার শুরু হচ্ছে। ইংল্যান্ড থেকে আনা এ ওষুধে সব মশা মড়বে এবং পরিবেশের কোনো ক্ষতি হবে না। তিনি আরও বলেন, প্রতি ১০ লিটার পানিতে মাত্র ২ গ্রাম নতুন এ ওষুধ (লার্ভিসাইড) মিশিয়ে একবার ছিটালে তা কার্যকর থাকবে কমপক্ষে দু-তিন মাস। ডিএনসিসির মহাখালীর নির্মিত কাঁচাবাজারের নিচতলায় এ নতুন ওষুধ ছিটিয়ে তার কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। দুই মাসে ওষুধের কার্যকারিতা পরীক্ষায় সফলতাও মিলেছে। সেখানে ওষুধ ছিটানোর পর নতুন করে আর মশার লার্ভা জন্ম নেয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর