শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
মাহবুবুল হক শাকিল পদক

তরুণ কবিদের কাব্যগ্রন্থ আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রয়াত কবি, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল পদকের জন্য তরুণ কবিদের কাব্যগ্রন্থ আহ্বান করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৯-এর মধ্যে প্রকাশিত অনূর্ধ্ব ৪০ বছর বয়সী কবির কাব্যগ্রন্থ এ পদকের জন্য বিবেচিত হবে। পদকটির অর্থমূল্য এক লাখ টাকা। মাহবুবুল হক শাকিলের স্মৃতিরক্ষায় গঠিত ‘মাহবুবুল হক শাকিল সংসদ’ ২০১৭ সাল থেকে প্রতি বছর ২০ ডিসেম্বর তার জন্মদিনে আনুষ্ঠানিকভাবে একজন তরুণ কবিকে মাহবুবুল হক শাকিল পদক দিয়ে আসছে। এ বছরও কবির জন্মদিনে একজন তরুণ কবিকে এ পদক দেওয়া হবে। মাহবুবুল হক শাকিল পদক প্রদান উপকমিটির আহ্বায়ক ওসমান গনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু বাংলাদেশের জীবিত নাগরিক এ পদকের জন্য মনোনীত হবেন। কবিতার এ পদকের জন্য কবি, প্রকাশক কিংবা শুভানুধ্যায়ীর কাছ থেকে প্রতিটি বই পাঁচ কপি করে আহ্বান করা হয়েছে।

সেই সঙ্গে কবির বয়সের প্রমাণস্বরূপ জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে।

বই পাঠানোর ঠিকানা : চন্দনা ম ল, জমিদার প্যালেস, ফ্ল্যাট # ৮/এ, ২৯১ ইনার সার্কুলার রোড, ঢাকা। বই জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর ২০২০।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর