রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আলোর মুখ দেখছে চট্টগ্রাম জেলা বিএনপির কমিটি

আহ্বায়ক হচ্ছেন গোলাম আকবর

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

অবশেষে নেতৃত্ব সংকট নিরসন হচ্ছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির। কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হচ্ছে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি। যাতে আহ্বায়ক হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকার। তবে শেষ মুহূর্তে তা পাল্টে আহ্বায়ক হতে পারেন কারাবন্দী বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীও।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।’

কেন্দ্রীয় বিএনপির একাধিক সূত্র জানায়, এক সময় উত্তর জেলা বিএনপির সুনাম পুরো দেশজুড়ে থাকলেও গত কয়েক বছরে এ গুরুত্বপূর্ণ ইউনিটের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ছন্নছাড়া হয়ে পড়েন নেতা-কর্মীরা। অন্তর্কোন্দলে নিজেরাই জড়িয়ে পড়েন সংঘাতে। এসব কারণে দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া উত্তর জেলা বিএনপিকে চাঙ্গা করতে একাধিকবার আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেয় কেন্দ্রীয় বিএনপি। প্রতিবারই তা থমকে যায় অদৃশ্য কারণে। করোনাভাইরাসের কারণে পরিস্থিতির মধ্যে রাজনৈতিক কার্যক্রম শুরু হলে ফের উত্তর জেলা বিএনপি আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেয় কেন্দ্র। দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 এরপর তোড়জোড় শুরু হয় আহ্বায়ক কমিটি গঠন নিয়ে। স্থবির হয়ে পড়া উত্তর জেলা বিএনপিকে চাঙ্গা করতে অতীতে দায়িত্বে ছিলেন, সবার কাছে গ্রহণযোগ্য এমন কাউকে আহ্বায়ক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করতে চাইছে কেন্দ্র। এ ক্ষেত্রে দলের হাইকমান্ডের পছন্দ উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকার। কিন্তু স্থায়ী কমিটির প্রভাবশালী এক সদস্যসহ দলের প্রভাবশালী অপর একটি অংশ চাইছে বর্তমান কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরীকে রেখেই ফের আহ্বায়ক কমিটি গঠনের। এ ক্ষেত্রে বাদ সেধেছে কেন্দ্রীয় বিএনপির একটি অংশ। তাদের দাবি, সর্বশেষ নেতৃত্ব দলীয় কোন্দল নিরসন না করেই বরং বাড়িয়েছে। তাদের দুর্বল নেতৃত্বের কারণে বিভিন্ন এলাকায় একাধিক কমিটি পর্যন্ত গঠন হয়েছে। তাই সবার কাছে গ্রহণযোগ্য কাউকে আহ্বায়কের দায়িত্ব দিয়ে নতুন কমিটি গঠন করতে চাইছে।

কারাগারে বন্দী আসলাম চৌধুরীকে আহ্বায়ক এবং প্রয়াত কাজী আবদুল্লাহ আল হাসানকে সদস্য সচিব করে ২০১৪ সালের ২৬ এপ্রিল উত্তর জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন কমিটি গঠন দিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আহ্বায়ক-সদস্য সচিব।  এর মধ্যে ২০১৬ সালের ১৫ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হন আহ্বায়ক আসলাম চৌধুরী। ২০১৮ সালের জানুয়ারিতে মারা যান সদস্য সচিব আবদুল্লাহ আল হাসান। শীর্ষ দুই নেতার অনুপস্থিতিতে ঝিমিয়ে পড়ে সাংগঠনিক কার্যক্রম।

সর্বশেষ খবর