রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কর্ণফুলীতে সাম্পান প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্ণফুলীতে সাম্পান প্রতিযোগিতা

কর্ণফুলী নদীতে সাম্পান র‌্যালির পর এবার সাম্পান প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগতায় একাধিক সাম্পান মাঝি অংশ গ্রহণ করেছেন।

গতকাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কর্ণফুলী নদীকে দখল ও দূষণমুক্ত করার প্রত্যয়ে দুই দিনব্যাপী কার্যক্রমের শেষ দিনে সাম্পান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় ইছানগর থেকে সাম্পান প্রতিযোগিতা শুরু হয়ে উত্তর তীরের অভয়মিত্র ঘাটে শেষ হওয়া এ প্রতিযোগিতায় ১০টি দল অংশ নেয়। এর মধ্যে প্রথম হয়েছে শিকলবাহা ব্লকপাড়া শেখ আহমদ মাঝির দল, দ্বিতীয় হয়েছে চট্টগ্রাম ইছানগর বাংলাবাজার ঘাট সাম্পান মলিক সমিতির সভাপতি মো. লোকমানের দল, তৃতীয় হয়েছে মাদ্রাসাপাড়া, ১ নম্বর গেট চরপাথরঘাটার পক্ষে মো. তারেকের দল।

এ ছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সাতটি দলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ সফর আলী, আওয়ামী লীগ নেতা নোমান আল মাহমুদ, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, সাইফুদ্দীন খালেদ বাহার প্রমুখ।

সর্বশেষ খবর