রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে এখনো ষড়যন্ত্রকারীরা তৎপর। তবে জনগণ যদি সজাগ থাকে, তাহলে সরকারের উন্নয়ন কাজকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়া হবে। গতকাল ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার নয়নপুর কোনাঘাটা গ্রামে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, জনতার দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার সরকার ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদ- কার্যকর করেছে। এটা সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ নয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন মো. একরাম উল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক মো. মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

সর্বশেষ খবর