রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মহোৎসব চলছে ধর্ষণের : মন্টু

নিজস্ব প্রতিবেদক

মহোৎসব চলছে ধর্ষণের : মন্টু

গণফোরাম একাংশের আহ্বায়ক মোস্তফা মহসিন মন্টু বলেছেন, বাংলাদেশে এখন ধর্ষণের মহোৎসব চলছে। ক্ষমতাসীন দলের যুবকরা আজকে হেরোইনে আসক্ত হয়ে যাকে তাকে ধর্ষণ করছে। দেশে দুর্নীতির হরিলুট চলছে। তা-ই ধর্ষণ, হরিলুট ও দুর্নীতি যদি কেউ শিখতে চাও, তাহলে বাংলাদেশে আস।   

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী নির্যাতন, ধর্ষণ ও দুর্নীতির প্রতিবাদে তাঁর সংগঠনের মানববন্ধনে তিনি একথা বলেন। মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে গণফোরাম এই অংশের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, গণফোরাম আহ্বায়ক কমিটির সদস্য সচিব সুব্রত চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।    

মোস্তফা মহসিন মন্টু বলেন, আজকে সারা দেশে ধর্ষণের মহোৎসব চলছে। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আজকে বাংলাদেশে নির্বাচনের নামে হরিলুট চলছে। আমরা এর থেকে পরিত্রাণ চাই। সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ধর্ষণ, দুর্নীতি ও হরিলুট বিদায় করতে হবে।

অধ্যাপক আবু সাইয়িদ বলেন, প্রায় ১৪০টি দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নেই, কারণ ধর্ষণ একটি স্পর্শকাতর বিষয়। আসলে মানুষের মনের খোরাক তোষামোদি করার জন্য ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- করা হয়েছে। কারণ ধর্ষকরা এখন সরকারের পৃষ্ঠপোষকতায় ধর্ষণ করে।

সর্বশেষ খবর