রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বন দখলের সমালোচনা বৌদ্ধ নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বৌদ্ধবিহার স্থাপনের নামে ভিক্ষু শরণংকরণের বিরুদ্ধে অবৈধভাবে সংরক্ষিত বনভূমি দখল, পাহাড় ও গাছপালা কাটার অভিযোগ এনে এর তীব্র সমালোচনা করেছেন দেশের বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ সংগঠনের নেতারা। গতকাল বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বডুয়ার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও ঢাকার কমলাপুর বৌদ্ধবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথেরো, বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক ও ঢাকার আন্তর্জাতিক বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভিক্ষু সুনন্দপ্রিয় এবং বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব সাবেক ডিআইজি অমর বড়ুয়া। বিবৃতিতে তারা জমি দখলের মতো এমন কর্মকান্ডকে বৌদ্ধ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমর্থনযোগ্য নয় বলে অভিমত ব্যক্ত করেন।

সর্বশেষ খবর