সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারে উত্থান, সূচক বেড়েছে মাত্র ৫ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে সামান্য উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। জানা গেছে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের এই উত্থান হলেও ডিএসইতে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। দিনশেষে ১১৩ প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৬টি এবং ৪৭টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৫৭ কোটি ৩০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৪৮ কোটি ৭ লাখ টাকা। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১০৯ কোটি ২৩ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব  থেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৪৪ লাখ টাকার  শেয়ার লেনদেন হয়েছে। ৬ টাকা ৭০ পয়সা বেড়ে কোম্পানির লেনদেন শেষে শেয়ার দর হয়েছে ১৪৩ টাকা ৫০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যরেন্স ২১  কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ২১ কোটি ১৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। এয়াড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বক্সিমকো, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির এবং ব্র্যাক ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দাম বেড়েছে। দাম কমেছে ১২৪টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত ছিল। 

সর্বশেষ খবর