সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দেনা থেকে রেহাই পেতে ‘অপহরণ’ নাটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেনা থেকে রেহাই পেতে অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক সিএন্ডএফ ব্যবসায়ীর বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (সাইফ)। কথিত অপহরণের ঘটনা সুষ্ঠু তদন্ত করে সাইফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন যার বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠেছে সেই ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা নওশাদ মাহমুদ রানা। আওয়ামী লীগ নেতা নওশাদ মাহমুদ রানা বলেন, ‘সাইফের সঙ্গে আমার যৌথ ব্যবসা রয়েছে। গত ৮ বছর ধরেই দুজনই ব্যবসা পরিচালনা করে আসছি। আমার একমাত্র সন্তান অসুস্থ থাকায় বছরের বেশির ভাগ সময় দেশের বাইরে থাকতে হয়। এ সুযোগকে কাজে লাগিয়ে ৭ হাজার বিল অব এন্ট্রির বিপরীতে ৭০ লাখ টাকা আত্মসাৎ করে। এ বিষয়ে আওয়ামী লীগের সিনিয়র এক নেতার বাসায় বৈঠকও হয়। ওই বৈঠকে দ্রুত টাকা দেওয়ার অঙ্গীকারও করেন সাইফ।

পরে তিনি আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক করেন।’

এর আগে গত ১৬ অক্টোবর ব্যবসায়ী সাইফের পরিবার অপহরণের অভিযোগ তুলে। এ ঘটনায় নগরীর হালিশহর থানায় একটি মামলা দায়ের করেন সাইফের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। ঘটনার ২২ ঘণ্টার পর প্রকাশ্যে এসে সাইফ অপহরণের অভিযোগ করে নওশাদ মাহমুদ রানা ও তার সহযোগীদের এ জন্য দায়ী করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর