সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

জিয়া পঁচাত্তরের সেই খুনিদের পৃষ্ঠপোষক

-এনামুল হক শামীম

নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ‘জিয়াউর রহমানের ইন্ধনে পঁচাত্তরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। পরে জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ইনডেমনিটি অ্যাক্ট করলে খুনিদের বিচার বন্ধ হয়ে যায়। এ কারণে জিয়া ও তার পরিবারকে পঁচাত্তরের খুনিদের প্রধান পৃষ্ঠপোষক বলা হয়।’ গতকাল সকালে জাতীয় জাদুঘর মিলনায়তনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে হাসুমনির পাঠশালা আয়োজিত আলোচনা সভায় পাঠশালার চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপির সভাপতিত্বে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ বক্তৃতা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর