সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত সদস্যদের স্মরণ করল জাতীয় প্রেস ক্লাব

নিজস্ব প্রতিবেদক

করোনামহামারীর কারণে সব আনুষ্ঠানিকতা স্থগিত করে এবার ভিন্নভাবে জাতীয় প্রেস ক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত এক বছরে মৃত্যুবরণকারী ১৮ জন সাংবাদিক ও ক্লাব সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল স্মরণসভা আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করা হয়। প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি সাইফুল আলম। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, বিএফইউজের সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মাইনুল আলম, নির্বাহী সদস্য কল্যাণ সাহা ও প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। সভায় ইকবাল সোবহান চৌধুরী বলেন, যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন তাদের আর পাব না। তবে তাদের স্মৃতি এখানে আছে। তাদের পরিবারের সঙ্গে আমাদের সৌহার্দ্য থাকবে। আপনারা আসবেন এ ক্লাবে। আমরা মিলেমিশে সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে চাই। সাইফুল আলম বলেন, যতদিন জীবিত থাকেন তখন আমরা তাকে মনে রাখি, আর মারা গেলে স্মরণ করি।  কোনো প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণসভা করার নজির নেই। কিন্তু আমরা সে নজির স্থাপন করলাম। ফরিদা ইয়াসমিন বলেন, ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য আনন্দ নিয়ে আসেনি। আমরা ভাবিনি, প্রতিষ্ঠাবার্ষিকীর নানা অনুষ্ঠান বাদ দিয়ে এভাবে স্মরণসভা করতে হবে। আমরা গত বছরও ১৯ জনকে হারিয়েছি। এবার করোনার কারণে ১৮ জনকে হারাতে হয়েছে। কিন্তু করোনার সময় আমাদের সহকর্মীদের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধাটাও জানাতে পারিনি। ক্লাবে তাদের জানাজা হওয়ার কথা থাকলেও তাও হয়নি অনেকের। তাই তাদের স্মরণে এই আয়োজন অনেক কষ্ট ও বেদনার। তবে যারা চলে গেছেন তাদের দেখানো পথ, তাদের শেখানো সাংবাদিকতা আমাদের চলার পাথেয় হয়ে থাকবে।

সর্বশেষ খবর