সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এ বছর শুধুই পূজা, আগামী বছর হবে উৎসব

নিজস্ব প্রতিবেদক

এ বছর শুধুই পূজা, আগামী বছর হবে উৎসব

করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর দুর্গাপূজা সীমিত পরিসরে, স্বাস্থ্যবিধি মেনে করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনসমাগম এড়াতে পুষ্পাঞ্জলি ভার্চুয়ালি দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এ ছাড়া বয়স্ক ব্যক্তিদের মন্দির প্রাঙ্গণে ভিড়ের মধ্যে আসতে অনুৎসাহিত করা হচ্ছে। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দুর্গাপূজা আবহমানকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীদের  প্রধান ধর্মীয় উৎসব। কিন্তু এ বছর করোনাভাইরাস মহামারীরর কারণে দুর্গাপূজার উৎসব বাদ দিয়ে শুধু রীতি মেনে পূজা করতে হবে। সুস্থ থাকলে আগামী বছর হবে উৎসব। সীমিত পরিসরে, স্বাস্থ্যবিধি মেনে পূজা সম্পন্ন করতে হবে। পূজা উদযাপন পরিষদ বেশ কিছু নির্দেশনা দিয়েছে, ম পগুলোতে সেগুলো অবশ্যই মানতে হবে। পুষ্পাঞ্জলি ভার্চুয়ালি কিংবা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করা গেলে আরও ভালো হতো।’ তিনি আরও বলেন, ‘চিকিৎসক হিসেবে বয়স্ক ব্যক্তিদের এ বছর পূজাম পে আসতে অনুৎসাহিত করব। কারণ অনেক দেশে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে। আমাদের এখন থেকেই সতর্ক থাকতে হবে। ম পের বাইরে হাত ধোয়ার ব্যবস্থা ও স্যানিটাইজার রাখতে হবে। সবার কাছে অনুরোধ থাকবে থুতনিতে নয়, মাস্ক মুখে পড়ার জন্য।’ দুর্গাপূজা উপলক্ষে গাইড লাইন দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। করোনা সংক্রমণ রোধে এবার দুর্গাপূজায় শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

 

সর্বশেষ খবর