সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ওয়াসা এমডির পুনর্নিয়োগ চ্যালেঞ্জ করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়। তাকসিম এ খানের পুনর্নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৪ সেপ্টেম্বর হাই কোর্টে রিট করেন ওয়াপদার সাবেক প্রধান প্রকৌশলী খন্দকার মনজুর মোরসেদ। তার পক্ষে আইনজীবী ছিলেন তানভীর আহমেদ। পরে আইনজীবী তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, আদালত আবেদনটি যুক্তিসঙ্গত মনে হয়নি বিধায় খারিজ করে দিয়েছে। ভিন্ন কোনো আদালতে যাবেন কিনা জানতে চাইলে এ আইনজীবী বলেন, ক্লায়েন্ট (বাদী) যদি মনে করে অন্য কোনো কোর্টে যাবেন তাহলে যাব।

 গত ১৯ সেপ্টেম্বর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুমোদনের পর তিনি ষষ্ঠবারের মতো এই পদে বসেন। এরপর হাই কোর্টে রিট আবেদনটি করা হয়েছিল।

সর্বশেষ খবর