সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সাংবাদিক পীর হাবিবের বাসায় হামলায় বিএফইউজে ও ডিইউজের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, জনপ্রিয় কলামিস্ট পীর হাবিবুর রহমানের উত্তরার নিজ ফ্ল্যাটে মিথ্যা গুজব ছড়িয়ে ব্যাপকহারে সশস্ত্র সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ। গতকাল এক বিবৃতিতে বিএফইউজের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এবং ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু সাংবাদিক পীর হাবিবের বাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে পুলিশের দায়িত্বশীল সাহসী ভূমিকার জন্য ধন্যবাদ জানান। নেতৃবৃন্দ এই অনাকাক্সিক্ষত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং নেপথ্যের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায়  আনার জোর দাবি জানান। আরইউজের নিন্দা :  বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও জনপ্রিয় কলামিস্ট পীর হাবিবুর রহমানের উত্তরার নিজ ফ্ল্যাটে মিথ্যা গুজব ছড়িয়ে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনায় তিব্র নিন্দা জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। গতকাল এক বিবৃতিতে, আরইউজে সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক তানজিমুল হক সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন। নেতৃবৃন্দ এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং নেপথ্যের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান।

সর্বশেষ খবর