মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ওষুধে মরে না মশা

অকার্যকর ১ লাখ লিটার ফেরত দিল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

ওষুধে মরে না মশা

মশা মারার অকার্যকর ১ লাখ লিটার ওষুধ এসিআই ফর্মুলেশন লিমিটেডকে ফেরত দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির ফিল্ড পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় সরবরাহকৃত ওষুধ ফেরত দেওয়া হয়েছে। জানতে চাইলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এসিআই ফর্মুলেশন থেকে আমরা যে ওষুধ সংগ্রহ করছি তার প্রথম চালান আমাদের ফিল্ড পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় মেয়রের নির্দেশে সেই ওষুধ আমরা ফেরত দিয়েছি।

জানা যায়, ডিএসসিসি উড়ন্ত মশা মারার ওষুধ ফর্মুলেশন করতে চলতি বছরের ১ জানুয়ারি ৬ লাখ ৪০ হাজার লিটার অ্যাডাল্টিসাইডিং ওষুধের জন্য টেন্ডার আহ্বান করেন। তাতে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১২ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা। কিন্তু তিন দফা টেন্ডার করেও প্রক্রিয়াটি চূড়ান্ত করা যায়নি। পরে চতুর্থ দফায় এর টেন্ডার চূড়ান্ত করে ডিএসসিসি। এতে সর্বনিম্ন দরদাতা হয় এসিআই ফর্মুলেশন কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রতি লিটার ওষুধ ১২৯ টাকা দর দিয়ে সর্বনিম্ন দরদাতা হয়। ওই ওষুধ সরবরাহ করার জন্য কার্যাদেশ পাওয়ার পর সম্প্রতি ডিএসসিসিকে ১ লাখ লিটার ওষুধ সরবরাহ করে প্রতিষ্ঠানটি। কিন্তু ডিএসসিসির নিজস্ব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এসিআই ফর্মুলেশনের সরবরাহ করা এই মশার ওষুধ। পরে ওষুধের চালানটি ফেরত দেওয়া হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর