মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দ্বিতীয় দিনেও উত্থান শেয়ারবাজারে বেড়েছে সূচক লেনদেন

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় দিনেও উত্থান শেয়ারবাজারে বেড়েছে সূচক লেনদেন

সপ্তাহের দ্বিতীয় দিনেও উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। জানা গেছে, লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়ছে। বিপরীতে দাম কমেছে ১২৮টি এবং ৬৪টির দাম অপরিবর্তিত। লেনদেন হয়েছে ৭৮৪ কোটি ১৪ লাখ টাকা। আগের দিন রবিবার লেনদেন হয় ৬৫৭ কোটি ৩০ লাখ টাকা। টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। কোম্পানিটির ৩৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে বেক্সিমকো লিমিটেড ২৯ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৩৯ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স। ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় পর্যায়ক্রমে রয়েছে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ব্র্যাক ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স। দেশের অপর  শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৬টির এবং ৪৬টির দাম অপরিবর্তিত ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর