মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
চালুর দাবিতে অবরোধ কর্মসূচি

খুলনায় পাটকল শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১২

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে রাজপথ অবরোধ কর্মসূচিকে ঘিরে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে নয়জন শ্রমিক ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-যশোর মহাসড়কে ইস্টার্ন গেট এলাকায় এ ঘটনা ঘটে। পাটকল আধুনিকায়নসহ ১৬ দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমর্থনে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ অবরোধ কর্মসূচির ডাক দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সম্মিলিত নাগরিক পরিষদ ও বাম গণতান্ত্রিক জোটের কয়েকজনকে আটক করেছে। সম্মিলিত নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আ ফ ম মহসিন জানান, দাবি আদায়ে শ্রমিক নেতারা ইস্টার্ন মিল গেটে শান্তিপূর্ণ অবরোধ শুরু করেন। কিন্তু পুলিশ ওই স্থান থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ইট-পাটকলে নিক্ষেপ ও পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটে। সিপিবি জেলা সদস্য সুতপা বেদজ্ঞ জানান, পুলিশ মারমুখী হলে শ্রমিকরা ইস্টার্ন জুট মিল ও কলোনির মধ্যে আশ্রয় নেয়। কিন্তু পুলিশ সেখানেও লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (উত্তর) সোনালী সেন বলেন, শ্রমিকরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়।  এদিকে প্লাটিনাম জুবলি জুট মিলস লিমিটেডের অবসরপ্রাপ্ত ও অবসায়নকৃত ৪৫ জন শ্রমিকের মধ্যে গতকাল গোল্ডেন হ্যান্ডশেকের চেক ও সঞ্চয়পত্র বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। খালিশপুর প্লাটিনাম জুবিলী জুট মিলস অফিসার্স ক্লাব চত্বরে প্লাটিনাম জুট মিলস লিমিটেডের অবসরপ্রাপ্ত এবং অবসায়নকৃত (গোল্ডেন হ্যান্ডশেক সুবিধাসহ) শ্রমিকদের চূড়ান্ত পাওনার চেক এবং সঞ্চয়পত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর