মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর -ডিপিই। এর মাধ্যমে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ  দেয়া হবে বলে জানা গেছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক’ এর শূন্যপদ এবং জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিডিইপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট ‘সহকারী শিক্ষক’ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে এসব নিয়োগ করা হবে। তিন পার্বত্য জেলার (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন না। নিয়োগের জন্য আগামী ২৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণ শেষ হবে ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ ব্যাপারে বিস্তারিত http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রাথমিকে নতুন ডিজি আলমগীর মুহম্মদ মনসুরুল: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। ১৯৮৬ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তাকে গ্রেড-১ এ পদোন্নতির পর ওই পদে নিয়োগ দিয়ে গতকাল আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ গত ১৪ সেপ্টেম্বর অবসরে গেছেন। এরপর  থেকে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর