মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মেয়র আতিকসহ নয় কর্মকর্তার শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ করোনাভাইরাস আক্রান্ত নয় কর্মকর্তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ও মেয়রের সহকারী একান্ত সচিব-২ রিশাদ মোর্শেদ কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডিএনসিসি সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত অন্য কর্মকর্তারা হলেন- প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা তাজিনা সারোয়ার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন এবং জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন। প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা বাসায় অবস্থান করে চিকিৎসা গ্রহণ করছেন। সবার অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে। বড় ধরনের কোনো জটিলতা কারও তৈরি হয়নি।

চলমান করোনা পরিস্থিতিতে ডিএনসিসি মেয়র এবং কর্মকর্তারা জনগণের স্বস্তির জন্য কভিড ভয় উপেক্ষা করে ফুটপাথ ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড উচ্ছেদ, রাজস্ব বৃদ্ধিতে চিরুনি অভিযান, অবৈধ ঝুলন্ত তার অপসারণ, মশক নিধন, খাল পরিষ্কারসহ বিভিন্ন কার্যক্রমে সরাসরি জনসংস্পর্শে আসেন। এরপর তারা করোনায় আক্রান্ত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর