মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আজ জাতীয় প্রেস ক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

আজ ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫৪ সালে এ ক্লাব প্রতিষ্ঠা লাভ করে। জাতীয় প্রেস ক্লাব প্রতিষ্ঠান হিসেবে দেশের সব স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে প্রাগ্রসর চিন্তা-চেতনার প্রেরণা হিসেবে জাতির মশালবর্তিকারূপে দায়িত্ব পালন করেছে। এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতাপ্রিয় মানুষের মিলনমেলার কেন্দ্রস্থল হিসেবে জাতির স্বীকৃতি লাভ করেছে। প্রতি বছর জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আনন্দ-উচ্ছল অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলেও চলমান করোনা মহামারীর কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে খুবই সাদামাটাভাবে। কভিড-১৯-এর এই বছরে মৃত্যুবরণকারী ১৮ জন ক্লাব সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রবিবার শুরু হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত কর্মসূচি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা ১১টায় ‘জাতীয় প্রেস ক্লাবের ৬৬ বছর ও বাংলাদেশের সাংবাদিকতা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। এরপর কেক কেটে প্রতীকীভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা পালন করা হবে। এর আগে বেলা ১১টায় ক্লাবপ্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর