শিরোনাম
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নিজ অর্থে ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা উপজেলা চেয়ারম্যানদের

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা নিজস্ব অর্থায়নে প্রত্যেক উপজেলায় গৃহহীনদের দুটি করে ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বিকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে এই ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যনরা। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশীদ হাওলাদার। তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘোষণা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস গতকাল বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ওই ভিডিও কনফারেন্সে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা ঘোষণা দিয়েছেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী গৃহহীনদের যে ঘর নির্মাণ করে দেবেন তার সঙ্গে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা নিজস্ব অর্থায়নে প্রত্যেক উপজেলায় আরও দুটি করে গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর