মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

পিপলস লিজিংয়ের আমানতকারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসে জমা রাখা টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন আমানতকারীরা। গতকাল মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিন দফা দাবি জানিয়েছেন আমানতকারীরা। দুপুর ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত ‘পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিতে ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারীদের কাউন্সিল’ ব্যানারে মতিঝিলে মানববন্ধন করেন তারা। পরে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে সমাবেশ করেন বলে সংগঠনের সেক্রেটারি জেনারেল পরিচয় দেওয়া রানা ঘোষ জানান।

সেখানে তিন পৃষ্ঠার লিখিত বক্তব্যে তিন দফা দাবি তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখিত বক্তব্যে বলা হয়, আমাদের অসহায় জীবনের কথা বিবেচনা করে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিতে রাখা কষ্টার্জিত সঞ্চয়ের আমানত যেন দ্রুত ফেরত পেতে পারি সে জন্য আপনার একান্ত হস্তক্ষেপ কামনা করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর