বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন পদ্ধতি জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মহামারীর মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে, সে সিদ্ধান্ত আজ জানা যাবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ দুপুর ১২ টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির বার্ষিক পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা গতকাল এ তথ্য জানান। করোনায় এবার পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা হচ্ছে না। অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি এবং এসএসসি ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করবে সরকার।

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে গত ১৭ মার্চ থেকে  দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত পূর্বাহ্নে ছুটি ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর