বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

তথ্যপ্রযুক্তি খাতে আরও ১০ লাখ মানুষের কর্মসংস্থান হবে : পলক

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে আরও ১০ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমে এসওএস চিলড্রেন ভিলেজস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে ইতিমধ্যে তথ্যপ্রযুক্তি খাতে গত ১১ বছরে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে আরও ১০ লাখসহ মোট ২০ লাখ মানুষের কর্মসংস্থান হবে।

তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে। দেশের ৭০ শতাংশ জনগোষ্ঠী যাদের বয়স ৩৫ বছরের নিচে তারাই ভবিষ্যতে উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার শক্তিশালী হাতিয়ার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসওএসের ন্যাশনাল ডাইরেক্টর ড. মো. এনামুল হক, এসওএস গ্লোবাল প্রাইভেট ম্যানেজার মি. ইউ এগার, এসওএসের ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ রাজনিস জেন, এইচএসবি বাংলাদেশের সিইও মাহুবুব রহমান এবং গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর