বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ম্যাজিস্ট্রেটকে হাই কোর্টে তলব

দুই আসামির স্বীকারোক্তি একই সময়ে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণের এক মামলার দুই আসামির জবানবন্দি একসময়ে রেকর্ড করায় ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট মো. সরাফুজ্জামান আনছারীকে তলব করেছে হাই কোর্ট। আগামী ১১ নভেম্বর মামলার কেস ডকেট নিয়ে তাকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। মামলাটির এক আসামির জামিন শুনানিতে বিষয়টি নজরে এলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী কোনো অপরাধী দোষ স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিতে পারেন, যা একজন ম্যাজিস্ট্রেট রেকর্ড করার ক্ষমতাপ্রাপ্ত। বিধি অনুযায়ী কোনো ব্যক্তি স্বীকারোক্তি দিতে চাইলে তাকে সে বিষয়ে চিন্তাভাবনার জন্য সাধারণত ন্যূনতম তিন ঘণ্টা সময় দেওয়া হয়। এই সময় তিনি সম্পূর্ণভাবে ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন থাকবেন। তিনি পুলিশের সঙ্গে বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে আলাপও করতে পারবেন না। একসময়ে দুই ব্যক্তির স্বীকারোক্তি নিয়ে ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারী সেই বিধির ব্যত্যয় ঘটিয়েছেন বলে অভিযোগ ওঠায় তাকে তলব করা হয়েছে। হাই কোর্টে আসামির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন তার আইনজীবী আবদুল জলিল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি।

 পরে জলিল সাংবাদিকদের বলেন, এ মামলায় গত বছরের ১৯ জুন অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। পরে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হেমায়েত উদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। চলতি বছরের ১৮ আগস্ট এ মামলার এক আসামি মো. কাউছারকে হাই কোর্ট এক বছরের জামিন দেয়। ট্রাইব্যুনালে জামিন চেয়ে না পেয়ে হাই কোর্টে আপিল করেন আরেক আসামি শাহাদাত হোসেন। জলিল বলেন, আপিল শুনানিতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রসঙ্গ এলে আমি আদালতকে বলি যে, আসামির জবানবন্দি আইন অনুযায়ী হয়নি। তখন আদালত জবানবন্দির বিষয়টি খতিয়ে দেখে এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে তলব করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর