বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠটি উন্মুক্ত করা হবে : তাপস

নিজস্ব প্রতিবেদক

আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠটি উন্মুক্ত করা হবে : তাপস

পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠটি উন্নয়ন শেষে তা এলাকার জনগণের জন্য নান্দনিক খেলার মাঠ হিসেবে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে পুরনো কেন্দ্রীয় কারাগার ঘিরে নেওয়া প্রকল্পগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ ও পুরনো কেন্দ্রীয় কারাগার ঘিরে কারা কর্তৃপক্ষের নেওয়া প্রকল্পগুলো পর্যবেক্ষণ করেছি। প্রকল্পে কিছু পরিবর্তন আনা সমীচীন হবে। প্রধানমন্ত্রী চান এখানে নান্দনিক পরিবেশ বিরাজ করুক এবং উন্মুক্ত খেলার মাঠ থাকুক। তাই, এই মাঠকে উন্মুক্ত খেলার মাঠ হিসেবে খুলে দেওয়ার জনদাবি রয়েছে। আমি জনগণের দাবির সঙ্গে সহমত পোষণ করছি। তিনি বলেন, প্রকল্পের আওতায় জেলখানা ঘিরে থাকা ইতিহাস-ঐতিহ্যও সংরক্ষণ করা হবে। এ সময় হাজী মোহাম্মদ সেলিম এমপি, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর