বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মাদক ব্যবসায়ী ডাইল ইকবাল ২২ বছরে ৩০ বার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইকবাল হোসেন ওরফে ডাইল ইকবাল। দুই দশকের বেশি সময় ধরে জড়িত মাদক ব্যবসায়। দীর্ঘ অপরাধ জীবনে তিনি গ্রেফতার হয়েছেন ৩০ বার। প্রতিবারই আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে ফের জড়িয়ে পড়েন মাদক বাণিজ্যে। ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী ডাইল ইকবালকে গতকাল ফের গ্রেফতার করেছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০টি ইয়াবা জব্দ করা হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ইকবালের বাসায় অভিযান চালায় পুলিশ।

 অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ডাইল ইকবালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

পুলিশ জানায়, ডাইল ইকবাল ১৯৯৮ সালে মস্কো থেকে ফিরে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তিনি গাঁজা ও ফেনসিডিল দিয়ে মাদক ব্যবসা শুরু করেন। বর্তমানে তার ব্যবসায় যুক্ত হয়েছে ইয়াবাও। ২২ বছরের অপরাধ জীবনে ইকবাল ৩০ বার গ্রেফতার হয়েছেন। প্রতিবারই তিনি আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে ফের শুরু করেন মাদক ব্যবসা। মাদকের এ গডফাদার গ্রেফতার এড়াতে বাড়িতে লাগিয়েছেন সিসিটিভি ক্যামেরা। ভবনের তৃতীয় জানালা কেটে তৈরি করেছেন পালানোর বিশেষ পথ। প্রশাসন অভিযান চালালেই পালিয়ে যায় বিশেষ দরজা দিয়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর