বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ব্যারিস্টার আসিফের স্ত্রীসহ চারজনকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগানে শ্বশুরবাড়ির ৯ তলা থেকে পড়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান জিসাদের মৃত্যুর ঘটনার মামলায় তার স্ত্রী সাবরিনা শহীদ নিশিতাসহ চারজনকে ১৫ নভেম্বরের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। স্ত্রী ছাড়া অন্যরা হলেন, আসিফ ইমতিয়াজের শ্বশুর এ এস এম শহিদুল্লাহ মজুমদার, শাশুড়ি রাশেদা শহীদ ও শ্যালক সায়মান শহীদ নিশাত।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মো. অজি উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বি এম আবদুর রাফেল। এছাড়া আসিফের বাবা আইনজীবী শহীদুল ইসলাম খানও শুনানি করেন।

পরে আমিন উদ্দিন মানিক বলেন, আদালত ১৫ নভেম্বর আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। আত্মসমর্পণের পর দায়রা আদালত তাদের জামিনের বিষয়ে মামলার গুরুত্ব বিবেচনা করে আবেদন নিষ্পত্তি করবে বলে হাই কোর্ট নির্দেশ দিয়েছে। গত ১৭ সেপ্টেম্বর আসিফের বাবা শহীদুল ইসলাম খান বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী কলাবাগান থানাকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। এরপর তারা হাই কোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর