শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

লেনদেন হাজার কোটি টাকা ছাড়ালেও সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক

লেনদেন হাজার কোটি টাকা ছাড়ালেও সূচকের পতন

সপ্তাহের শেষ দিনে গতকাল হাজার কোটি টাকা ছাড়িয়েছে শেয়ারবাজার লেনদেন। তবে কমেছে সূচক। ঢাকা (ডিএসই) এবং চট্টগ্রাম (সিএসই) উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতন হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। এদিকে সাপ্তাহিক লেনদেনে দেখা গেছে ডিএসইতে পাঁচ দিনে সূচক বেড়েছে ৪২ পয়েন্ট। বাজার মূলধন প্রায় ২ হাজার কোটি টাকা কমেছে। অর্থাৎ এই সময় ডিএসইর বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স গতকাল আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৪ পয়েন্টে নেমেছে। লেনদেনে অংশ নেওয়া ১০৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ১৯২টির এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৯ কোটি ৩ লাখ টাকা। আগের দিনে লেনদেন হয় ৮৫৫ কোটি ২৫ লাখ টাকা। টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এক দিনে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৭০ পয়সা বেড়ে ৫৩ টাকা ৮০ পয়সা হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩০ কোটি ৭৩ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সন্ধানী লাইফ ইন্সু্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্সু্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, রূপালী ইন্সু্যুরেন্স, পাইওনিয়ার ইন্সু্যুরেন্স ও ইস্টল্যান্ড ইন্সু্যুরেন্স। দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই গতকাল কমেছে ১৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দাম বেড়েছে, দাম কমেছে ১৩৬টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর