শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

চাকরির বিজ্ঞাপনে লাখ লাখ টাকা প্রতারণা

নিজস্ব প্রতিবেদক

মাল্টিন্যাশ্নাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (ব্যাট) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। ওই ব্যক্তি হলেন অলি উল্লাহ (২৭)। তিনি ব্যাটে চাকরির বিজ্ঞাপন দিয়ে এবং কোটায় চাকরির ব্যবস্থা করে দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পেয়েছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পূর্ব নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গতকাল র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, সারা দেশে ২৫-৩০ জন ভুক্তভোগীর কাছে থেকে ৫০-৭০ হাজার, কোনো কোনো ক্ষেত্রে এক লাখ টাকা পর্যন্ত নিয়েছে অলির নেতৃত্বে গড়ে ওঠা প্রতারক চক্র। এ ছাড়া কোম্পানির ডিলারশিপ প্রদানসহ ফেসবুকে পণ্য সরবরাহের চটকদার পোস্ট দিয়েও নিয়েছেন আগাম টাকা। এখন পর্যন্ত অলি উল্লাহ ২০ লাখ বা তারও বেশি টাকা প্রতারণা করে নিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় বিভিন্ন কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা করছিলেন। এমনকি বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, ছবি ও তথ্য ব্যবহার করে ফেক আইডি খুলে যোগাযোগ করতেন। সর্বশেষ ব্যাটের ম্যানেজিং ডিরেক্টর, হেড অব মার্কেটিংয়ের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে কোম্পানিতে চাকরির বিজ্ঞাপন দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভুক্তভোগীদের জাল নিয়োগপত্র দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর