শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

টঙ্গীতে রাস্তার কাজে ধীরগতি, জনদুর্ভোগ

আফজাল, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে বেশ কয়েকটি রাস্তার নির্মাণ কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ। ঠিকাদারদের কালক্ষেপণের কারণে ভোগান্তি পোহাতে হতে হচ্ছে অভিযোগ ওঠেছে। গাজীপুর সিটি করপোরেশ্নের তদারকি না থাকায় মাসের পর মাস ধরে কাজ করেও কয়েকশ মিটারের রাস্তার নির্মাণ সম্পন্ন হচ্ছে না। স্থানীয়দের কাজ না দিয়ে ঢাকার ঠিকাদারদের দেওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। সরেজমিন দেখা যায়, টঙ্গীর সিলমুন আবদুর গফুরখান রোড, টঙ্গী আরিচপুর নদী বন্দর রোডসহ বেশ কিছু রাস্তার নানা অজুহাতে নির্মাণ কাজ বন্ধ রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। ড্রেনের কিছু কাজ করে রাস্তার কাজ মাসের পর মাস ধরে বন্ধ রাখায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের প্রথমদিকে বিশ্বন্ধু ঠিকাদারী প্রতিষ্ঠান ১০ মাসে মাত্র ৫০০ মিটার ড্রেনের কাজ সম্পন্ন হয়। নির্বাহী প্রকৌশ্লী লেহাজ উদ্দিন বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ বুঝিয়ে দিতে চিঠি দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর