শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ব্যারিস্টার রফিক উল হকের অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের অবস্থা অপরিবর্তিত রয়েছে। আদ্-দ্বীন হাসপাতালের মহাপরিচালক ডাক্তার নাহিদ ইয়াসমিন গতকাল এ তথ্য জানিয়েছেন। ব্যারিস্টার রফিক-উল হককে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। পরীক্ষা-নিরীক্ষা করে কোনো উন্নতি দেখা যাচ্ছে না বলেও জানান তিনি। গত বুধবার মধ্যরাত থেকে খারাপের দিকে যায় ব্যারিস্টার রফিক-উল হকের শারীরিক অবস্থা। অক্সিজেনের পরিমাণ কমে যায়। তাৎক্ষণিক তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর থেকে তিনি সেখানে আছেন। পরে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার থেকে মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আদ্-দ্বীন ফাউন্ডেশ্নের চেয়ারম্যান ব্যারিস্টার রফিক-উল হক। তার চিকিৎসার জন্য প্রফেসর ডাক্তার কাজী দীন মোহাম্মদের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

রক্তশূন্যতা, প্রস্রাবের সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতা নিয়ে ব্যারিস্টার রফিক-উল হক (৮৫) বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর