শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দুর্নীতি, দুঃশাসনে মানুষ দিশাহারা : খেলাফত

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন দেশে ধর্ষণ, হত্যা, নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। ধর্ষণ বন্ধে শুধু আইন করলেই হবে না আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করতে হবে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ^াস উঠেছে। দুর্নীতি, দুঃশাসনে মানুষ দিশাহারা। গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।  মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা মজদুদ্দিন আহমদ, আবদুল বাছিত আজাদ, মুহাম্মদ শ্ফিক উদ্দিন, জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, আহমদ আলী কাসেমী,  অধ্যাপক মো: আবদুল জলিল প্রমুখ। মাওলানা ইসহাক বলেন, মানুষের জানমাল, ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এসব অন্যায় অপকর্ম আর জুলুমের বিরুদ্ধে বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর