রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

পয়লা নভেম্বর থেকে পরিবহন ধর্মঘটের ডাক রাজশাহীতে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সভায় ৮ দফা দাবি না মানলে আগামী ১ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়। গতকাল বিকাল ৩ টায় বগুড়া চারমাথা সেঞ্চুরী মোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি আলহাজ মো. আনছার আলী।

দাবি সমূহের মধ্যে রয়েছে, রাজশাহী বিভাগের ৮টি জেলায় যে সব বিআরটিসি চলাচল করছে তা বন্ধ করতে হবে, বিআরটিসির নামে ব্যক্তি মালিকানায় চলাচলরত সব গাড়ি বন্ধ করতে হবে, বিআরটিসির লিজ প্রথা বাতিল করতে হবে, সড়ক, মহাসড়ক, আঞ্চলিক সড়কে চলাচলরত ইজিবাইক, ভটভটি, থ্রি-হুইলার অটোরিকশা, অটোটেম্পু এবং সব শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর