রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

করোনাকালেও উন্নয়ন থেমে নেই : জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

করোনাকালেও উন্নয়ন থেমে নেই : জ্যাকব

চরফ্যাশন শশীভূষণ থানার রসুলপুরে পাঁচ কোটি টাকা ব্যয়ে মা ও শিশু হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব -বাংলাদেশ প্রতিদিন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বৈশ্বিক মহামারী করোনাকালেও সরকারের উন্নয়ন থেমে নেই। করোনা মোকাবিলার পাশাপাশি ছিল প্রাকৃতিক দুর্যোগ। এ প্রতিকূল পরিস্থিতি থেকে মানুষকে বাঁচাতে বহুমাত্রিক উন্নয়ন পরিকল্পনার উদ্যোগ নিয়েছে সরকার।

গতকাল চরফ্যাশন শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে পাঁচ কোটি টাকা ব্যয়ে মা ও শিশু হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্যপ্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মাস্টারের কবর জিয়ারত শেষে তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিকালে কালীবাড়িতে দুর্গাপূজা ম-প পরিদর্শন করে তার নির্বাচনী এলাকা চরফ্যাশন ও মনপুরায় স্থাপিত ২১ পূজাম-পে ৫ লাখ টাকা অনুদান দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর