সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
করোনা সংক্রমণ

খুলনায় দ্বিতীয় দফায় বাড়ছে করোনা!

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় দ্বিতীয় দফায় বাড়ছে করোনা!

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে খুলনায় দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ ল্যাবে করোনা শনাক্ত হয়েছে ৫৭ জন। জেলায় করোনা আক্রান্তের হারও ঊর্ধ্বমুখী। জানা যায়, গত শুক্র ও শনিবার খুলনায় করোনা শনাক্ত হয়েছে মাত্র ৭ জন। লাগাতার দুই দিন নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা কমে যাওয়ায় স্বস্তি নামে। শুক্রবার ল্যাবে ৫২ জনের পরীক্ষায় মাত্র দুই এবং শনিবার ৩৬ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের শরীরে পাওয়া যায় করোনার অস্তিত্ব। কিন্তু গতকাল থেকে শনাক্তের সংখ্যা ফের বেড়েছে।  চিকিৎসকরা জানান, রবিবার ৯০টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, মানুষের মধ্যে অসচেতনার কারণে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। পথেঘাটে কেউ মাস্ক ব্যবহার করে না। বৃষ্টি ও হালকা শীতে আবহাওয়া পরিবর্তনের মাঝেও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনীহা রয়েছে। তিনি বলেন, দ্বিতীয় দফায় করোনা মোকাবিলায় জেনারেল হাসপাতালে ৪২ শয্যার করোনা ইউনিট প্রস্তুত করা হয়েছে। নভেম্বরের শুরু থেকে এখানে করোনা চিকিৎসা         দেওয়া যাবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাধ্যতামূলক করোনা ওয়ার্ড চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত খুলনা জেলায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ২৭৬ জন। এর মধ্যে মারা গেছেন ১০১ জন। খুলনা মহানগরী এলাকায় করোনা আক্রান্ত হয়েছে ৫ হাজার ২২০ জন। এছাড়া রূপসায় ২৬৫ জন, ফুলতলায় ২৫৪ জন করোনা আক্রান্ত হয়েছে। জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ২৭৬ জন। খুলনায় করোনা চিকিৎসায় সমন্বয়ক ডা. মেহেদী নেওয়াজ বলেন, করোনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ। এ ক্ষেত্রে প্রথম দফার অভিজ্ঞতা কাজে লাগানো যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর