সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিজয়’ দেশে ফিরেছে

নিজস্ব প্রতিবেদক

নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিজয়’ দেশে ফিরেছে

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল লেবাননে দায়িত্ব পালন শেষে বানৌজা বিজয় গতকাল দেশে ফেরে -আইএসপিআর

ভূ-মধ্যসাগরের লেবাননে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের আওতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলভাবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিজয়’। গতকাল জাহাজটি চট্টগ্রাম নেভাল জেটিতে পৌঁছালে স্বাগত জানান নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। এ সময় তিনি জাহাজের কর্মকর্তা ও নাবিকদের সফলভাবে মিশন সমাপ্তের জন্য আন্তরিক অভিনন্দন জানান। আইএসপিআর জানায়, বিএনএস বিজয় জাহাজটি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে ২০১৭ সালের ১ ডিসেম্বর লেবানন যায়। এরপর থেকে জাহাজটি লেবানিজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর নজরদারি, দুর্ঘটনাকবলিত জাহাজে উদ্ধার এবং লেবানিজ নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিয়ে আসছিল। লেবাননে অবস্থানকালে তিন বছরে জাহাজটিতে বাংলাদেশ নৌবাহিনীর ৩৩০ জন সদস্য দক্ষতা, পেশাদারিত্ব, আন্তরিকতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করেন। এর আগে বিএনএস ‘বিজয়’ গত ২৪ সেপ্টে¤¦র দেশের উদ্দেশে যাত্রা করে এবং প্রায় ১০ হাজার ২০ কিঃ মিঃ সমুদ্রপথ অতিক্রম করে দেশে এসে পৌঁছায়।

নৌবাহিনীপ্রধান এডমিরাল এম শাহীন ইকবাল জাহাজটির অভ্যর্থনা অনুষ্ঠানে বলেন, গত ৪ আগস্ট বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়া এবং নৌসদস্যদের আহত হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। সেই সঙ্গে তিনি জাহাজের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা এবং নৌসদস্যদের সুচিকিৎসার  ক্ষেত্রে সবধরনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর