সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে ৭২ শতাংশই পুরুষ

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মহিলার চেয়ে পুরুষ বেশি, ৭২ শতাংশ। পক্ষান্তরে আক্রান্তদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সীরাই সবচেয়ে বেশি, ২৬ শতাংশ। শূন্য থেকে ১০ বছর বয়সী আক্রান্তের হার ২ শতাংশ। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের বয়সভিত্তিক সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ২০১। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৫২৮, ৭২ শতাংশ এবং মহিলা ৫ হাজার ৬৭৩, ২৮ শতাংশ। তাছাড়া ১১ থেকে ২০ বছর বয়সী আক্রান্ত হয়েছেন ৬ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সী আক্রান্ত হয়েছেন ২২ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সী আক্রান্ত হয়েছেন ২৬ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সী আক্রান্ত হয়েছেন ১৯ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সী আক্রান্ত হয়েছেন ১৫ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১০ শতাংশ। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের চিকিৎসক ডা. হামিদুল্লাহ মেহেদী বলেন, ‘পুরুষরা বেশি সময় বাইরে অবস্থান করা, কাজসহ বিভিন্ন কারণে পরিষ্কার-পরিচ্ছন্ন কম থাকতে পারা এবং হরমোনাল প্রভাবসহ নানা কারণে মহিলার চেয়ে বেশি সংখ্যায় করোনা আক্রান্ত হচ্ছে। তবে এ নিয়ে বিশদ আকারে গবেষণার দরকার।’ চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘করোনায় আক্রান্ত অধিকাংশ লোকের বয়স ৪০ বছরের বেশি। নানা সমীক্ষা অনুসারে ৫০ বছরের বেশি বয়স্করা তুলনামূলক অনেক বেশি আক্রান্ত হচ্ছেন। তবে ফুসফুস দুর্বল হওয়া, ডায়াবেটিক ও হৃদরোগ থাকা, কিংবা কিডনি সমস্যা থাকায় বয়স্করা বেশি সংখ্যক আক্রান্ত হতে পারে। তাছাড়া পঞ্চাশোর্ধ্ব মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা কমতে থাকায় তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।’ জানা যায়, চট্টগ্রামে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬৭২। এর মধ্যে মহানগরে ১৫ হাজার ৯৯ এবং ১৫ উপজেলায় ৫ হাজার ৫৭৩। ইতিমধ্যে চট্টগ্রাম করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৩০১ জন। এর মধ্যে মহানগরে ২০৮ এবং ১৫ উপজেলায় ৯৩।

বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি আটটি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। সর্বশেষ গত শনিবার ২৪ ঘণ্টায় আটটি ল্যাবে ৫৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩২ জন পজিটিভ শনাক্ত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর