সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ঢাকার আশুলিয়ায় মিনি ক্যাসিনো, গ্রেফতার ২১

দৈনিক জুয়া খেলা হতো ১০-১৫ লাখ টাকার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়া এলাকায় একটি মিনি ক্যাসিনো থেকে মাদকসহ ২১ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। শনিবার রাতে বাইপাইলের কাইচাবাড়ি এলাকায় মিনি ক্যাসিনোয় অভিযান চালানো হয়। এ সময় জুয়ার আসর থেকে প্লেয়িং কার্ডসহ একটি ইলেকট্রিক ক্যাসিনো বোর্ড, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ ক্যান বিদেশি বিয়ার, ২২টি মোবাইল ও ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়। র‌্যাব বলছে, ক্যাসিনোবিরোধী অভিযানের এক বছরের বেশি সময় পর আবারও আশুলিয়ায় ক্যাসিনোর সন্ধান পাওয়া গেছে। এই ক্যাসিনোতে প্রতিদিন ৩০০ জনের বেশির জুয়াড়ি আসতেন। প্রতি রাতে খেলা হয় ১০-১৫ লাখ টাকার। শুধু আশুলিয়া নয়, তাদের কাছে মিরপুরসহ অনেক জায়গায় এমন আরও ক্যাসিনোর সন্ধান আছে। শিগগিরই এগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে। গতকাল এসব বিষয় জানাতে ঢাকার মিরপুরে র‌্যাব-৪ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, এই জুয়ার আসরে খেলতেন অধিকাংশ নিম্ন আয়ের মানুষ। যাদের অনেকেই জুয়ায় আসক্ত হয়ে হারিয়েছেন তাদের নিত্যদিনের আয়। গত দেড় বছর ধরে এই মিনি ক্যাসিনো চলছিল। এই ক্যাসিনোতে জনপ্রতি সর্বনিম্ন ১০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত খেলত। রাত যত গভীর হতো ক্যাসিনো তত জমে উঠত। এই ক্যাসিনো ব্যবসার মালিকানায় রয়েছেন প্লাবন হোসাইন ও ওমর ফারুক। তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। র‌্যাব কর্মকর্তা মোজাম্মেল আরও বলেন, মালয়েশিয়া থেকে এই বোর্ড আমদানি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অনেক বড় বড় ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব।

 সমাজের বড় বড় তথাকথিত গ্যাংস্টারকে আটক করা হয়েছে। কারা কীভাবে এই ক্যাসিনো বোর্ড আমদানি করেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় জুয়া ও মাদক আইনে দুইটি মামলা করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর