সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এসএমই ব্যাংকিং অগ্রাধিকার দেবে বেঙ্গল ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা- এসএমই এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে ব্যাংকিং কার্যক্রমে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড- বিসিবিএলের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। তিনি বলেছেন, আগামী নভেম্বর মাসে রাজধানীতে শাখা চালুর মধ্যদিয়ে আনুষ্ঠানিক যাত্রা করবে বিসিবিএল। প্রযুক্তিনির্ভর এই ব্যাংক ই-কমার্স উদ্যোক্তাদের গুরুত্ব দেবে। নারী উদ্যোক্তারাও অগ্রাধিকার পাবেন। আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সব আয়োজনই থাকবে বেঙ্গল ব্যাংকে। গতকাল গুলশানে প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে এ সব কথা বলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-বিসিবিএলের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে ব্যাংকটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আগামী দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা, মডেল ও গায়ক তাহসান খান এবং মডেল ও উপস্থাপিকা মারিয়া নূর।

 ব্যাংকের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। এ সময় ব্যাংকের পরিচালক ইকবাল হোসেন চৌধুরীসহ অন্যান্য পরিচালক  ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর