বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বন্দরে জাহাজের তেল চুরির অভিযোগে দুদকের অভিযান

তিতাস কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অসাধু কর্মকর্তাদের জাহাজের তেল চুরি ও টেন্ডারবাজির মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম মোড়লের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। দুদকের জনসংযোগ (পরিচালক) কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। সরেজমিন অভিযানে দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট টেন্ডার সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে। সংগৃহীত তথ্য যাচাই করে টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে। হবিগঞ্জের বাহুবলে নিম্নমানের ব্রিজ নির্মাণের অভিযোগে আরও একটি অভিযান পরিচালনা করা হয়েছে। হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুদক এনফোর্সমেন্ট টিম এলজিইডির প্রকৌশলীদের উপস্থিতিতে নির্মাণকাজ খতিয়ে দেখে। কাজের যথাযথ মান নিশ্চিত করেই বিল পরিশোধ করা হবে বলে এলজিইডি কর্তৃপক্ষ দুদক টিমকে নিশ্চয়তা দেয়। এ ছাড়াও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগে রাজশাহী জেলা কার্যালয়  থেকে দুদকের আরেকটি অভিযান পরিচালিত হয়েছে। অবৈধ সম্পদ, তিতাস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা : প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ও সিবিএ নেতা সৈয়দ নাসির উদ্দিন আহাম্মদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক ফেরদৌস রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, নাসির উদ্দিন সম্পদ বিবরণীতে ১ কোটি ১৬ লাখ ৭২ হাজার ১৪০ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির তথ্য গোপন বা মিথ্যা দিয়েছেন।

যা দুদক আইন ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। অন্যদিকে তার আয় ও ব্যয়ের হিসাব আমলে নিয়ে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৮০ লাখ ২৯ হাজার টাকার সম্পত্তি মালিকানা অবৈধ উপায়ে অর্জন করেছেন। যে কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারার অভিযোগ আনা হচ্ছে নাসির উদ্দিনের বিরুদ্ধে। সব মিলিয়ে সৈয়দ নাসির উদ্দিন ১ কোটি ৯৭ লাখ টাকার বেশি স্থাবর-অস্থাবর অবৈধ সম্পদ গড়েছেন বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর