বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অতিরিক্ত দামে আলু বিক্রি ১০ জনকে জরিমানা

নারী প্রভাষকের গ্রেফতার দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অতিরিক্ত দামে আলু বিক্রি ১০ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরের রেয়াজুদ্দিন বাজারে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি না করা, খুচরা ব্যবসায়ীদের কাছে রসিদ ছাড়া আলু বিক্রি করা ও অনিয়মের মাধ্যমে আলুর দাম বৃদ্ধি করাসহ নানা অনিয়মের অভিযোগে ১০টি আড়তকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে আলুর দাম নিয়ন্ত্রণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মেসার্স কুমিল্লা ট্রেডার্স, রফরফ বাণিজ্যালয়, মেসার্স মক্কা বাণিজ্যালয়, মেসার্স মামুন ট্রেডার্স ও মেসার্স মা বিতানকে ২০ হাজার টাকা করে, মেসার্স কুসুমপুরা বাণিজ্যালয়, মেসার্স জননী ট্রেডার্স ও মেসার্স দাউদকান্দি বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা করে এবং নিউ রাজমহল বাণিজ্যালয় ও মেসার্স আশীষ লালধর অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।       

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আলুর আড়তে দেখা দেখা যায়, প্রতি কেজি আলু ৩০ টাকা পাইকারি বিক্রি করার সরকারের নির্দেশনা থাকলেও তারা ৪০ টাকার ওপরে বিক্রি করছিল। তাছাড়া খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করার রসিদ দেখাতে পারেনি। বিভিন্ন অনিয়মের মাধ্যমে আলুর দাম বৃদ্ধি করে আড়তদাররা আলু বিক্রি করছিল। তাই ১০টি আড়তকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদ  করা হয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর