বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আট দিন পর খুলনায় সেই বাঁধ মেরামত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আট দিন পর খুলনায় সেই বাঁধ মেরামত

ভাঙনের আট দিন পর খুলনার দাকোপের খোনা এলাকার ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত করা সম্ভব হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামত করেছে। এতে দুই ইউনিয়নের কয়েক হাজার হেক্টর আমন খেত রক্ষা করা সম্ভব হয়েছে। জানা যায়, অমাবশ্যার অতিরিক্ত পানির চাপে ১৯ অক্টোবর পানখালি ইউনিয়নের খোনা এলাকায় ওয়াবদার প্রায় ১৫০ ফুট বাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত হয়। কাঁচা ঘরবাড়ি ধসে পড়ে। বিপাকে পড়ে পাঁচ হাজার পরিবার। একই সঙ্গে লক্ষ্মীখোলা কামারবাদ খেয়াঘাট ও বানিশান্তা ইউনিয়নের পূর্ব ঢাংমারী এলাকায় বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, প্রতিদিন ৩০০-৩৫০ শ্রমিক একসঙ্গে বাঁধ মেরামতে কাজ করছে। এখানে নতুনভাবে পাইলিং দিয়ে বালু ভর্তি জিও ব্যাগ, জিও টিউব, সিনথেটিক ব্যাগ দিয়ে বাঁধ মেরামত করা হয়েছে। এছাড়া স্কেভেটর দিয়ে দূর থেকে মাটি এনে বাঁধ শক্ত করা হয়েছে। তিনি বলেন, ভাঙনের কারণে লোকালয়ে প্রবেশ করা পানি স্লুইসগেটের মাধ্যমে বের করে দেওয়া হচ্ছে। আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে বাঁধের কাজ ‘ক্লোজ’ করা হবে। স্থানীয়রা জানায়, ভাঙনের পর নিম্নচাপের কারণে দুই দিন বাঁধে কোনো কাজ করা যায়নি। তারপরও বাঁধ মেরামতে দ্রুত উদ্যোগ নেওয়ায় কয়েক হাজার হেক্টর জমির ধান রক্ষা করা সম্ভব হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর