বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

উচ্চতর গ্রেডের দাবিতে ননটেক শিক্ষক ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

টেকনিক্যাল স্কুল ও কলেজের ননটেক শিক্ষকদের উচ্চতর গ্রেড পদ বঞ্চিত করার প্রতিবাদে এবং উচ্চতর পদের দাবিতে গতকাল দেশের ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ননটেক শিক্ষকরা রাজধানীতে কারিগরি শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন।

এ সময় তারা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদফতরের টেকনিক্যাল স্কুল ও কলেজের ননটেক ইনস্ট্রাকটরদের বৈষম্য দূর ও চিফ ইনস্ট্রাকটর (ননটেক) পদ সৃজনের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সমাবেশে বক্তব্য দেন টেকনিক্যাল স্কুল ও কলেজের ননটেক শিক্ষক পরিষদের নেতা এ কে এম আনিসুর রহমান, ড. ইমদাদুল হক মামুন, মাহবুবুর রহমান, ইকবাল হোসেন, মিজানুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর