বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ তিন ঘণ্টা যান চলাচল বন্ধ

নারী প্রভাষকের গ্রেফতার দাবি

লালমনিরহাট প্রতিনিধি

দুর্ঘটনায় এক দিনমজুরের মৃত্যুর জন্য নারী প্রভাষককে দায়ী করে তার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তারা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভ চলাকালে মহাসড়কে শত শত যানবহন আটকা পড়ে। আটকা পড়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়িবহরও। বিক্ষোভকারীরা জানান, কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের ফজলু মাস্টারের মেয়ে স্থানীয় উত্তর বাংলা কলেজের প্রভাষক এস. তাবাসুম রায়হান মুসতাযীর তামান্না ঠুনকো বিষয় নিয়ে দীঘদিন ধরে একের পর এক মিথ্যা ঘটনায় মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানি করছেন। তার হয়রানির প্রতিবাদে থানায় অভিযোগ দিলেও পুলিশ তা আমলে নেয়নি। অথচ মিথ্যা ঘটনায় তামান্নার মামলায় অর্ধশত নিরীহ গ্রামবাসী হাজতবাস করেছেন। কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্কের কারণে একের পর এক মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানি করে আসছেন তামান্না। তার হয়রানি থেকে মুক্তি পেতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি বিভিন্ন দফতরে গ্রামবাসী গণপিটিশন দিয়েও প্রতিকার পাননি। এদিকে তামান্নার দায়ের করা মামলায় হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে দিনমজুর খলিল মিয়া অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। এরপর দুই দিন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন থেকে সোমবার মৃত্যুবরণ করেন। এতে ফুঁসে উঠেন এলাকাবাসী। বিক্ষোভকারীরা প্রভাষক তামান্নার গ্রেফতার, কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদের প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে খলিলের মরদেহ নিয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের বাড়ির ফটকের সামনে মানববন্ধন করেন। একপর্যায়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মরদেহ রেখে অবরোধ করে রাখেন গ্রামবাসী। পরে সমাজকল্যাণ মন্ত্রীর আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর